জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরি বেঁচে আছেন বলে জানা গেছে। এর আগে কয়েকবার তার মৃত্যুর কথা শোনা গেলেও যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর (৯/১১) আল-কায়েদার ভয়াবহ এক সন্ত্রাসী হামলার বিশ বছর পূর্তির দিন জাওয়াহিরির নতুন ভিডিও প্রকাশিত হওয়ায় তার বেঁচে থাকার বিষয়টি প্রকাশ পেয়েছে।
বিশ্বব্যাপী জঙ্গিগোষ্ঠীর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জাওয়াহিরির এক ঘণ্টার ভিডিও প্রকাশিত হওয়ার খবর নিশ্চিত করে জানিয়েছে, দীর্ঘ এক ঘণ্টার একটি ভিডিও বার্তায় আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরি অনেক বিষয় নিয়ে কথা বলেছেন।
এদিকে সাইট ইন্টেলিজেন্সের পরিচালক রিতা কাৎজ টুইট করেছেন, ‘তার মৃত্যুর গুজবের মধ্যে আল-কায়েদার নেতা জাওয়াহিরিকে নতুন একটি ৬০ মিনিটের ভিডিও ফুটেজে দেখা গেছে। এবার তিনি কিছু প্রমাণ দিয়েছেন যে তিনি মারা যাননি। কার ওই ভিডিও বার্তায় জাওয়াহিরি ডিসেম্বরের পরের কিছু ঘটনার উল্লেখ করেছেন, অথচ আল-কায়েদা প্রধান জাওয়াহিরির মৃত্যু নিয়ে গুজব উঠেছিল ডিসেম্বরে।’
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :