×
  • ঢাকা
  • রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
Active News 24

আফগান নারীবিষয়ক মন্ত্রণালয় বদলে ‘পাপ-পুণ্য’ মন্ত্রণালয়


একটিভ নিউজ প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ০১:১৬ পিএম আফগান নারীবিষয়ক মন্ত্রণালয় বদলে ‘পাপ-পুণ্য’ মন্ত্রণালয়
সংগৃহীত

আফগানিস্তানের নারীবিষয়ক মন্ত্রণালয়ের ব্যানার প্রতিস্থাপন করে ‘পাপ-পুণ্য’ মন্ত্রণালয়ের ব্যানার লাগানো হয়েছে।  

কাবুলে মন্ত্রণালয়ের ভবনে গতকাল শুক্রবার নারীবিষয়ক মন্ত্রণালয়ের সিল মুছে দিয়ে নৈতিক পুলিশের সিল প্রতিস্থাপন করেছেন শ্রমিকরা। 

এ বিভাগটির সাবেক নারী কর্মকর্তা-কর্মচারীরা বলেছেন, তাদের ভবনের বাইরে তালা দেওয়া হয়েছে। 

প্রকাশিত ছবি এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটি দারি এবং আরবি মিশ্রিত চিহ্ন দ্বারা আচ্ছাদিত ছিল। শুক্রবার সেখানে ‘প্রার্থনা ও নির্দেশনা মন্ত্রণালয় এবং পুণ্যের প্রচার এবং অনৈতিকতা প্রতিরোধ’ লেখা দেখা গেছে। 

প্রতিবেদনটির ভিডিও ফুটেজে দেখা যায়, ভবনের বাইরে অবস্থানরত নারী কর্মীরা বলছেন, তারা গত কয়েক সপ্তাহ ধরে কাজ করতে আসার চেষ্টা করছেন। কিন্তু প্রতিবারই তাদের বাড়ি ফিরে যেতে নির্দেশ দিচ্ছে তালেবান। 

এর আগে গত বৃহস্পতিবার ভবনের গেটগুলো তালাবদ্ধ করে দেওয়া হয়। এরমধ্যে আজ (শনিবার) থেকে কাবুলের বয়েজ (ছেলেদের) স্কুলগুলো খুলে দেওয়ার অনুমতি দিয়েছে তালেবান শিক্ষা মন্ত্রণালয়। 

রেজাউল করিম / একটিভ নিউজ