×
  • ঢাকা
  • রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
Active News 24

কানাডার সংসদ নির্বাচন আজ


একটিভ নিউজ প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ১২:১৬ পিএম কানাডার সংসদ নির্বাচন আজ
সংগৃহীত

আজ কানাডার কেন্দ্রীয় আইনসভার নির্বাচন। আইনসভার নিম্ন পরিষদ হাউজ অব কমন্সের ৪৪তম নির্বাচন এটি।

এ ৪৪তম নির্বাচনে হাউজ অব কমন্স-এর ৩৩৮টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বী ২০১০ জন। এর মধ্যে, নির্বাচন কমিশন ‘ইলেকশনস কানাডা’য় নিবন্ধিত ২২টি দলের প্রার্থী ১৯১৯ জন। আর দলবিহীন স্বতন্ত্র প্রার্থী ৯১ জন।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) সারা দিন ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণের শেষ সময় পর্যন্ত ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তির সুযোগ থাকার কারণে মোট ভোটারের সংখ্যা সুনির্দিষ্ট করে জানানো হয়নি। 

প্রসঙ্গত, প্রায় ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যার এই দেশে ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সী নাগরিকের প্রত্যেকেই ভোট দেওয়ার জন্য বৈধ।

রেজাউল করিম / একটিভ নিউজ