দিল্লিতে চলমান লাগাতার আন্দোলনের মধ্যেই আগামী মঙ্গলবার সমগ্র ভারতে বনধের ডাক দিয়েছে দেশটির কৃষকরা।
এসময় দিল্লির সাথে ওই দিন অন্য রাজ্যগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন কৃষক নেতারা।
দিল্লির সকল প্রবেশদ্বারগুলোতে কৃষকদেরকে অবস্থান নিতেও আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে আন্দোলনরত কৃষকদের সাথে বেশ কয়েকবার সমঝোতা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ভারত সরকার। তাই দিন দিন পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে।
প্রসঙ্গত, মোদি সরকারের বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে প্রায় দু'সপ্তাহ ধরে দিল্লিতে আন্দোলন করে আসছেন ভারতের সাধারণ কৃষকরা।