এবার নিজের মেয়েকে টানা ৬ বছর ধর্ষনের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। শুধু তাই নয়, ধর্ষিত হয়ে তিনবার গর্ভবতী হয়েছে মেয়েটি। এরপর জোর করে দুই বার তাকে গর্ভপাত করানো হয়।
ভারতের উত্তরপ্রদেশের ফিরোজাবাদে ঘটেছে এ ঘটনা।
জানা যায়, বর্তমানে মেয়েটির বয়স ১৯ বছর। তরুণীটি ২ মাসের এক সন্তানের মা। সবকিছু জেনেও স্বামীর ভয়ে দিনের পর দিন সব মুখ বুজে সয়ে গেছেন মেয়েটির মা।
আরো পড়ুন: বাসর করেই মারা গেলেন স্বামী, স্ত্রী আইসোলেশনে
এদিকে ঘটনার বিষয়ে পুলিশ জানায়, মেয়েটি সন্তানের জন্ম দেওয়ার পর জানায়, সেই সন্তানের পিতা তারই বাবা। এরপরই তড়িঘড়ি করে মেয়েটিকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ে দিয়ে দেয় অভিযুক্ত বাবা। কয়েক দিন আগে মেয়েটি কিছুদিনের জন্য এসেছিল বাপের বাড়িতে। সে সময় ফের তাকে যৌন নিপীড়নের চেষ্টা করে তার বাবা। এবার মেয়েটি প্রতিরোধ গড়ে তোলেন। ১০০ ডায়ালে ফোন করে পুলিশে খবর দেন তিনি।
পুলিশ মনে করছে, মেয়েটির স্বামী ঘটনার বিষয়ে অবগত নন ।
তবু তিনি মেয়েটিকে ও তার সন্তানকে গ্রহণে সম্মত হয়েছিলেন।
আরো পড়ুন: শারীরিক সম্পর্ক করতে না দেয়ায় অভিমান করে স্বামীর আত্মহত্যা!
এদিকে, অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে পুলিশ। অন্যদিকে মেয়েটির মেডিক্যাল টেষ্ট করা হচ্ছে।