পাশবিক নির্যাতনের শিকার শিশু পুত্র। প্রতিবাদ জান ‘তে গেলে আক্রান্ত মা। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জে। অভিযোগ, জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকে’র ইরানি বস্তি এলাকায় ৬ নভেম্বর প্রতিবেশী গৃহশিক্ষিকার কাছে টিউশন পড়তে যায় বছর পাঁচেকের এক শিশু।
ওই শিক্ষিকা ইরানী বস্তির মুখিয়া অমিত সিং এর মে’য়ে সোমা সিং। জানা গিয়েছে তার শীত লাগায় দিদিমণিকে না জানিয়ে বাড়ি এসে জ্যাকেট গা’য়ে দিয়ে ফের দিদিমনির বাড়ি গেলে বাচ্চা’টিকে বকতে শুরু করেন শিক্ষিকা? তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধরের পাশা’পাশি পুরুষাঙ্গেও আঘাত করেন বলে অভিযোগ।
আরো পড়ুন: শারীরিক সম্পর্ক করতে না দেয়ায় অভিমান করে স্বামীর আত্মহত্যা!
শিশুটির মাসি কাঞ্চন সিং বলে’ন, বাড়ি এসে ব্যথার কথা জানায় শিশুটি।
দেখা যায় পুরু’ষাঙ্গ দিয়ে রক্ত ঝড়ছে। এরপর তাকে শিলিগুড়ি নার্সিং’হোমে নিয়ে গেলে তার পুরুষাঙ্গতে ১১টি সেলাই পরে। থানা’য় অভিযোগ জানানো হয়েছে। প্রভাবশালী হওয়ার কার’ণে পুলিস কোনও ব্যাবস্থা নিচ্ছে না বলেও অভি’যোগ।
শিশুটির বাবা বিরজু গোয়ালা’ বলেন, “এরপর গ্রামের মুখিয়া সালিসি সভা ডা’কে। সেখানে আমরা দুই পরিবার এবং প্রতিবেশী’রা মিলে গিয়ে ঘটনার প্রতিবাদ করলে আ’মাদের সবাইকে মুখিয়ার পরিবার মা’রধর করে। আমার অন্তঃসত্তা স্ত্রীর পেটে লাথি মা’রা হয়।
এরপর তাকে শিলিগুড়ির একটি নার্সিং’হোমে ভর্তি করি।”
আরো পড়ুন: বাবার লাগাতার ধর্ষণে গর্ভবর্তী “মা মরা” মেয়ে
পুলিস নিজেদের মধ্যে মিমাংসা করার ক’থা বললেও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন শি’শুটির বাবা। প্রতিবেশিরা গৃহশিক্ষিকার বাড়িতে চড়া’ও হয়ে বিক্ষোভ দেখালে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আজ ঘটনা’টি রাজগঞ্জে চাউর হয়। স্থানীয় পঞ্চায়েত দেবানন্দ রায় বলেন এভাবে সালি’সি সভা ডেকে মিমাংসা করা ঠিক নয়। পুলিস কে’নো ব্যাবস্থা নিচ্ছে না তা নিয়ে থানায় খোঁ’জ নিচ্ছি। ঘটনায় অতিরিক্ত পুলিস সুপার সন্দীপ মন্ড’ল জানিয়েছেন, বিষয়টি নিয়ে খোঁজ নেবেন তিনি।