একসময় আমেরিকা যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করে রেখে'ছিলেন ওসামা বিন লাদেন। আল কায়েদার এই নেতার নাম শু'নলেই ঘুম হারাম হয়ে যেত মার্কিন প্রশাস'নের। দীর্ঘ দুই দশক ধরে সন্ত্রাসবাদ বিরো'ধী লড়াইয়ের পর পাকিস্তানের অ্যাবোটাবাদ একটি দুর্গে সামরিক অভিযান পরিচা'লনা করে তাকে হত্যা করে মার্কিন নেভী সিল।
এবার সেই যুক্তরাষ্ট্র কাপাচ্ছেন তারই ভাতিজি ওয়া'ফা দুফোর বিন লাদেন। না চাচার মতো অস্ত্র হাতে নয় বরং তার লা'স্যময়ী ভঙ্গী ও রুপের ঝলকে।
আরো পড়ুন: জামালপুরে যুবতী নারীর কবরে ঢুকে যুবকের অসভ্যতামি
বর্তমানে যুক্তরাষ্ট্রের শীর্ষ মডেল'দের একজন ওয়াফা দুফোর। একের পর এক কাঁপিয়ে বেড়া'ন মার্কিন গ্ল্যামার জগত।
সম্প্রতি একটি মা'র্কিন ম্যাগাজিনে তার পারিবারিক পরিচয় প্রকা'শ হলে তিনি তা স্বীকারও করে নেন।
ওয়াফা বলেন, আমার এই পরিচ'য়ের জন্য আমি মোটেও বিব্রত নই। যার যার ক'র্মফল সে ভোগ করবে। এতে অন্য কেউ দা'য় নেয়ার কিছুই নেই।