যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইন্সের একটি বিমান লাস ভেগাস বিমানবন্দর থেকে উড়ার প্রস্তুতির সময় বিমানটির পাখায় উঠে পড়েন এক ব্যক্তি। এরপর সেই ব্যক্তিকে আটক করে পুলিশ।
শনিবার (১২ ডিসেম্বর) ১৩৬৭ নম্বর ফ্লাইটের বোয়িং ৭৩৭’এস বিমানটি লাস ভেগাস থেকে পোর্টল্যান্ডে যাওয়ার জন্য উড়ার প্রস্তুতি নিচ্ছিল। এসময় পাইলট হঠাৎ খেয়াল করেন এক ব্যক্তি রানওয়ে ধরে বিমানের দিকে এগিয়ে আসছেন। তিনি সঙ্গে সঙ্গেই কন্ট্রোল টাওয়ারে এ ঘটনা জানান।
আরো পড়ুন: অবশেষে ঘরে ফিরছেন মেলানিয়া
বিষয়টি নিয়ে এক যাত্রীর করা ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি বিমানের পাখায় বসে আছেন আবার উঠে হাঁটাহাঁটি করছেন। এরপর তিনি তার জুতা ও মোজা খুলে ফেলে পাখার বাঁকানো অংশের (উইংলেট) ওপর উঠার চেষ্টা করেন।
তখন পুলিশ এসে তাকে ধরতে গেলে তিনি উইংলেট থেকে পিছলে নিচে পড়ে যান।
এ বিষয়ে বিমানবন্দরের মুখপাত্র জো র্যাচেল জানান, পুলিশ তাকে আটক করে স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল সেবায় পাঠিয়েছে।
এদিকে ঘটনার পর বিমানটি পরীক্ষা করে দেখার জন্য ফেরত পাঠানো হয়।