এবার ব্রহ্মপুত্র নদের উপরে নিজেদের অংশে সুপার ড্যাম বা বাধ তৈরির সিদ্ধান্ত নিয়েছে চীন৷ এরইমধ্যে যার প্রাথমিক কাজকর্ম শুরুও হয়েছে বলে জানা গেছে৷ বর্তমানে পৃথিবীর সর্ববৃহৎ বাধ এবং তা থেকে তৈরি জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে চিনেই৷ এবার ব্রহ্মপুত্রের উপর যে বাধটি হচ্ছে তা আগেরটির তুলনায়ও তিনগুন বড়। তাই স্বভাবতই বিপাকে পড়ে গেছে ভারত।
জানা যায়, তিব্বতে প্রকৃত নিয়ন্ত্রণরেখার খুব কাছেই ইয়ারলুং জাংবো নদীর উপরে এই বাঁধ তৈরির পরিকল্পনা নিয়েছে চিন৷ এর ফলে উত্তর পূর্ব ভারতের জল নিরাপত্তার উপরে বড়সড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা৷
আরো পড়ুন: এবার আমেরিকা কাঁপাচ্ছেন লাদেনের ভাতিজি!
প্রসঙ্গত, ইয়ারলুং জাংবো নদী অরুণাচল প্রদেশে প্রবেশ করার পর তার নাম হয় সিয়াং৷ আর অসমে সেটাই ব্রহ্মপুত্র নদ৷
এ বিষয়ে চীনের সংবাদমাধ্যম জানায়, তিব্বতের মেডগ কাউন্টির কাছেই এই বাঁধ তৈরির হচ্ছে।