ডোনাল্ড ট্রাম্পের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে জয়ী হিসেবে ঘোষণা করেছে ইলেক্টোরাল কলেজ। এদিকে জয় পেয়েই বাইডেন বললেন, 'আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হব।'
এসময় তিনি বলেন, 'পাতা ওলটানোর সময় এসেছে।'
প্রসঙ্গত, ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্য়ে ৩০৬টি দখল করেন তিনি। ২৩২টি ইলেক্টোরাল ভোট জোটে ট্রাম্পের ঝুলিতে। জয়ের জন্য প্রয়োজন ছিল ২৭০টি ইলেক্টোরাল ভোট। ২০১৬ সালের নির্বাচনেও ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে হোয়াইট হাউসে গিয়েছিলেন ট্রাম্প।
আরো পড়ুন: এবার ট্রাম্পকে নিয়ে বিধ্বংসী বক্তব্য দিলেন বাইডেন!
অন্যদিকে হেরে গেলেও পরাজয় মেনে নিতে পারেননি ট্রাম্প। ভোটে কারচুপির অভিযোগে তিনি সোচ্চার হন। পেনসিলভেনিয়া, নেভাডা, মিশিগান, জর্জিয়া, আরিজোনা-সহ একাধিক প্রদেশের ফলাফলকে চ্য়ালেঞ্জ জানান রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী। উইসকনসিনে পুনর্গণনার দাবিও জানান তিনি।