এ যেন সিনেমার ঘটনা। বাইকে করে এল প্রেমিক, এরপর বরের সামনে থেকেই বউকে নিয়ে উধাও।
সম্প্রতি ভারতের জলপাইগুড়ির কোতোয়ালীতে ঘটেছে এমন ঘটনা। বিয়ে করে বাড়ি ফেরার পথে রীতিমত সিনেমার কায়দায় বরের গাড়ি আটকে বউ নিয়ে উধাও হয়েছেন প্রেমিক।
এদিকে ঘটনার পর কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আরো পড়ুনঃ দলবদ্ধ ধর্ষণের শিকার হলো পোশাক শ্রমিক!
এর আগে শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে। জলপাইগুড়ি শহর সংলগ্ন তেহাত্তর মোড়, যা জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তায়- সেখানে এই ঘটনা ঘটে।
জানা যায়, বিয়ের পর অষ্টমঙ্গলা সেরে পাত্র ও তার পরিবার যখন পাত্রীকে নিয়ে শিলিগুড়ি যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এসময় চার যুবক দুটি বাইক নিয়ে তাদের পথ রোধ করে। গাড়ি থেকে পাত্র ও পাত্রীর পরিবারকে বের করে এসময় মারধর করা হয়। পরে পাত্রীকে তারা নিয়ে যায়। এসময় উপস্থিত সকলের মোবাইল ও গয়না নিয়ে যায় দুষ্কৃতিকারীরা।
আরো পড়ুনঃ অনলাইনে পরিচয়-বিয়ে, ভিডিও কলে শরীরিক সম্পর্কের পর তালাক
এছাড়া পালানোর আগে ঐ চার যুবক পাত্রকে হুমকি দেয় যদি শিলিগুড়ি যাবার পর পাত্রপক্ষ পাত্রীকে ফেরত নেওয়ার চেষ্টা করে তাহলে তারা কড়া ব্যবস্থা নেবে।
এদিকে কোতোয়ালী থানার কাছে পাত্রপক্ষের অভিযোগ, পাত্রী সম্ভবত তাদের সঙ্গে থাকতে চায় না।
তার অন্য কোন জায়গায় সম্পর্ক থাকতে পারে বলে অভিযোগে জানান তারা। তাদের দাবি, যাওয়ার সময় পাত্রী কোন প্রতিবাদও করেনি।