ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে গত বৃহস্পতিবারের হত্যাকাণ্ডের খবরকে নাকচ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
এক টুইট বার্তায় আজ শুক্রবার সন্ধ্যায় বিএসএফ মেঘালয় জানায়, বাংলাদেশের বিশেষে মহলের পক্ষ থেকে গত ২৪ ডিসেম্বর বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ দৃশ্যত পুরোপুরি ভিত্তিহীন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ে বৈঠক চলার সময় এ ধরনের তথ্য দিয়ে বিএসএফের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
আরো পড়ুন: ময়মনসিংহে বিএসএফের গুলিতে নিহত ১
বিএসএফ মেঘালয় ওই টুইটবার্তায় আরো জানায়, যে হত্যার জন্য বিএসএফের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে তা ঘটেছে বাংলাদেশ ভূখন্ডে এবং সীমান্ত রেখা থেকে বাংলাদেশের ২০০ মিটার ভেতরে।
এ ঘটনার সাথে বিএসএফের দূরতম সম্পর্কও নেই বলে জানায় তারা।
এদিকে দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে আলোচনা চলমান থাকা অবস্থায় এমন মিথ্যা অভিযোগ একদমই অনুচিত বলে দাবি করেছে বিএসএফ মেঘালয়।