যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরা'জ্যে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হ'য়েছেন। অঙ্গরাজ্যের ওকল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয় জা'নিয়েছে, ডেট্রয়েট শহরের বাইরে ওই দুর্ঘ'টনা ঘটেছে।
শনিবার স্থানী'য় সময় বিকেলের এ দুর্ঘটনায় ডেট্রয়েট হোম বিল্ডার্স গ্রুপে'র সাবেক প্রেসিডেন্ট ডেভিড কম্পো তার স্ত্রী ও ছেলে মা'রা গেছে বলে জানিয়েছে ডেট্রয়েট হোম বিল্ডার্স অ্যাসোসিয়ে'শন। কম্পো নিজের মালিকানাধীন বিমানটি চালি'য়ে জর্জিয়া থেকে বাড়ি ফেরার সময় দুর্ঘট'নায় পড়েন।
দিনাজপুরে মাদক সেবনের কারণে চাকরি গেল ৬ পুলিশের
দুর্ঘটনাক'বলিত বিমানটি যে বাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে সেই বাড়ির সবাই সৌভা'গ্যক্রমে বেঁচে আছেন। তারা নিরাপদেই বা'ড়ি থেকে বের হতে পেরেছেন। তবে বাড়ি'টি বেশ ক্ষতিগ্রস্ত হয়ে'ছে।
বাড়িটি ডেট্রয়েট থেকে ৪০ মাইল দূরের লি'য়ন টাউনশিপে অবস্থিত। বাড়িতে পাঁচজ'ন বাস করতেন।
ওই বা'ড়ির এক বাসিন্দা জানান, দুর্ঘটনার সময় বাড়ির লোকজন ভে'তরেই ছিল। তিনি জানান, তারা লিভিংরুমে বসে কো'ন মুভি দেখবেন তা নিয়ে কথা বলছিলেন। কি'ছু সময় পর তারা অ'ন্য একটি রুমে চলে যান। ঠিক সে সময়'ই বিমানটি লিভিংরুমের ওপর বি'ধ্বস্ত হয়।