নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে যৌথ অধিবেশনে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। এরপর আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়ে সরাসরি স্বেচ্ছায় হোয়াইট হাউস ছাড়ার ঘোষণা দেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ বিষয়ে ট্রাম্প তার মুখপাত্রের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক বার্তায় বলেন, যদিও আমি নির্বাচনের ফলাফলের সঙ্গে সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি এবং তার প্রমাণও আমার কাছে আছে, তারপরও ২০ জানুয়ারি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।
আরো পড়ুন: বাবরি মসজিদের স্থানে মন্দির নির্মাণ, ধ্বসে পড়েছে ১২ টি পিলার
সম্প্রতি টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্টটি কিছুদিনের জন্য বন্ধ করে দিয়েছে। যে কারণে নিজের মুখপাত্রের অ্যাকাউন্টের মাধ্যমে বিবৃতি প্রকাশ করেছেন ট্রাম্প।