এবার ইন্দোনেশিয়ার একটি বিমান নিখোঁজ হয়েছে। ওই বিমানটি ৫৬ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়।
দেশটির রাজধানী জাকার্তা থেকে স্থানীয় সময় শনিবার ওই বিমানটি উড্ডয়ন করার পর দুপুর ২টা ৪০ মিনিটে এটি নিখোঁজ হয় বলে জানায় এএফপি ও আলজাজিরা।
বার্তা সংস্থা এএফপি ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, উড্ডয়নের পর থেকে ইন্দোনেশিয়ার শ্রীউইজায়া এয়ার নিখোঁজ রয়েছে। বিমানটি দেশটির পূর্ব কালিমানটান রাজ্যের পনটিয়ানাকের উদ্দেশে রওনা হয়েছিল।
আরো পড়ুন: রাজশাহীতে বিমান দুর্ঘটনা, বন্ধ সকল ফ্লাইট
অন্যদিকে জাকার্তা ভিত্তিক টিভি চ্যানেল মেট্রো টিভির বরাত দিয়ে তুরস্কের একটি সংবাদ মাধ্যম জানায়, ইতিমধ্যে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এবং জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটি তদন্ত শুরু করেছে। ৫৬জন যাত্রীর মধ্যে ৭জন শিশু ও ৬জন ক্রু রয়েছে।
একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :