নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ট্রাম্প সমর্থকরা যে প্রতিবাদের ডাক দিয়েছিল তা এরইমধ্যে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গনমাধ্যম বিবিসি।
এছাড়া জরুরি অবস্থার কথা উল্লেখ করে সমাবেশ বাতিল করেছে পাবলিক অ্যাডভোকেট নামের একটি গ্রুপ।
এদিকে ট্রাম্প সমর্থক অন্যসব গ্রুপের নেতারাও শহরে যাচ্ছেন না বলে জানিয়েছেন। তাদের মধ্যে একজন বলেছেন, কংগ্রেস সদস্য, বাইডেনের কর্মকর্তা এবং ৬০ হাজার ন্যাশনাল গার্ড ছাড়া সেখানে আর কেউ থাকবে না।
আরো পড়ুন: শপথ নিচ্ছেন বাইডেন, দেখুন সরাসরি
এ বিষয়ে খবরে বলা হয়েছে, সহিংসতা ঠেকানোর চেষ্টায় এক ধরনের লক-ডাউনে রয়েছে শহরটি। যার ফলে জো বাইডেনের বহু সমর্থকও সেখানে যাবেন না। তবে সন্দেহ নেই যে এর মধ্যেও অনেকেই সেখানে উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরেই উদ্বোধনী ভাষণ দেবেন জো বাইডেন। ক্যাপিটল হিল প্রাঙ্গণে শেষ মুহূর্তে তার প্রস্তুতি চলছে। এজন্য কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন কর্মীরা।
ডেস্ক / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :