ক্ষমতা হস্তান্তরের বিষয়ে মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরেই ক্ষমতা হস্তান্তর করা হবে। মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লেইং নতুন সামরিক জান্তার বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে মিয়ানমার সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, দেশটিতে সুষ্ঠু ও সত্যিকারের বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা অনুশীলনের প্রতিশ্রুতি দিয়েছেন কমান্ডার-ইন-চিফ সিনিয়র জেনারেল মিং অং হ্লাইং।
আরো পড়ুন: মিয়ানমারে জরুরি অবস্থা, সীমান্তে বিজিবির টহল
এদিকে সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে অভ্যুত্থানের পরপরই এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে তারা।
উল্লেখ্য, গত বছরের ৮ নভেম্বরের নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ৮৩ শতাংশ আসন পায়। ২০১১ সালে সামরিক শাসন শেষ হওয়ার পর দেশটিতে এটি দ্বিতীয় নির্বাচন ছিল।
ডেস্ক / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :