৬০ বছর বয়সের একজন সংসদ সদস্য ১৪ বছরের এক কিশোরীকে বিয়ে করেছেন। পাকিস্তানের জমিয়াত উলেমা-ই-ইসলামের ওই নেতার নাম মাওলানা সালাউদ্দিন আয়ুবী। তিনি বেলুচিস্তান থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য।
অন্যদিকে ওই কিশোরী স্থানীয় জুঘুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। পাকিস্তানের আইন অনুযায়ী ওই কিশোরীর এখনও বিয়ের বয়স না হওয়ায় স্থানীয় একটি এনজিও সংস্থার কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাটির তদন্তে নেমেছে।
আরো পড়ুন: কুষ্টিয়ায় মাকে খুন, মাটিতে পুতে ছেলে বলল- ‘প্রেমিকের সাথে পালিয়েছে’
এ ঘটনার বিষয়ে স্থানীয় চিত্রল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ আহমেদ বলেছেন, কয়েকদিন আগে এ অভিযোগ পাওয়ার পর পুলিশ কিশোরীর বাড়িতে গিয়ে জানতে চাইলে তার বাবা বিয়ের কথা অস্বীকার করেছেন।
সূত্র জানায়, বিয়ে হলেও কনেকে এখনো বরের বাড়িতে নেয়া হয়নি।
এ বিষয়টি নিয়ে স্থানীয় আইনি কর্তৃপক্ষ জানিয়েছে, মেয়েটির বয়স ১৬ হওয়ার আগে তাকে বরের বাড়ি পাঠাবে না বলে মুচলেকা দিয়েছে তার পিতা-মাতা।
একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :