×
  • ঢাকা
  • সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
Active News 24

দুই মাসে ২০০ ধর্ষকের ঘুম হারাম করেছেন তিনি


একটিভ নিউজ প্রকাশিত: মার্চ ৫, ২০২১, ০১:৩৫ পিএম দুই মাসে ২০০ ধর্ষকের ঘুম হারাম করেছেন তিনি
ছবি | সংগৃহীত

দুই মাসে ২০০ ধর্ষকের ঘুম হারাম করেছেন তিনি। মাত্র দুই মাসে ২০০ ধর্ষণ  মামলার তদন্ত শেষ করেছেন পাকিস্তানের এ নারী পুলিশ । কুলসুম ফাতিমা নামের ওই স্টেশন হাউজ অফিসার (এসএইচও) দেশটির পাঞ্জাব প্রদেশের পাকপাতান জেলার প্রথম এসএইচও।

চারদিকে আলোচনার ঝড় তুলেছে ফাতিমার এমন সাফল্য দেখে। বিবিসিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তার সাক্ষাৎকার প্রকাশ করেছে।

নারী পুলিশ কর্মকর্তা কুলসুম ফাতিমা বলছেন, নাবালিকাদের প্রতি তার দেশের পুরুষদের যে আচরণ সেটি তিনি কখনোই মানতে পারেননি। ভেতরে ভেতরে বিষয়টি নিয়ে তার একটি ক্ষোভ ছিল। সেই ক্ষোভ উগরে দেন চাকরি পাওয়ার পর।

আরো পড়ুন: যশোরে স্বামীর মৃত্যুর ৮ বছর পর স্ত্রীর সন্তান প্রসব!

‘সব সময় ভাবতাম কবে ধর্ষকদের শায়েস্তা করতে পারবো। সাব-ইন্সপেক্টরের পরীক্ষা দেওয়ার পর সেই সুযোগ পেয়ে যাই,’ বলছিলেন ফাতিমা। কুলসুম ফাতিমা জানান, যা সবসময় করতে চেয়েছেন সেই দায়িত্ব পাওয়ায় তিনি দারুণ খুশি।

আরো পড়ুন: এবার কারাগারে বৈদ্যুতিক শক দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ (ভিডিও)

এই নারী পুলিশ কর্মকর্তা সব তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে জমা দিয়েছেন। ফাতিমাকে নিয়োগ দেন জেলা পুলিশ অফিসার এবাদত নিসার। তিনি আশা করছেন, তার বিভাগে নারীদের অংশগ্রহণ আরও বাড়লে ধর্ষণের মতো অপরাধ দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

ডেস্ক / একটিভ নিউজ