মিয়ানমারের গণতান্ত্রিক সরকারের পক্ষ থেকে বিভিন্ন মার্কিন ব্যাংকে জমা রাখা ১০০ কোটি ডলার জান্তা ক্ষমতায় বসার পর তোলার চেষ্টা করলে তা আটকে দিয়েছে ওয়াশিংটন।
শুক্রবার (৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করে বার্তাসংস্থা রয়টার্স জানায়, মিয়ানমারের সেন্ট্রাল ব্যাংকের নামে গত ৪ ফেব্রুয়ারি লেনদেনটি করার চেষ্টা হয়। তখন তা ফেডারেল সেফগার্ডস দ্বারা আটকে দেয় যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এক নির্বাহী আদেশে অনির্দিষ্টকালের জন্য মিয়ানমারের এই ১০০ কোটি ডলার আটকে দেওয়ার ক্ষমতা দিয়েছেন মার্কিন কর্মকর্তাদের।
আরো পড়ুন: এবার বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা মিয়ানমার
এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন সকলেই মিয়ানমারের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে বলেও জানায় রয়টার্স।
এদিকে জাতিসংঘে সেনা শাসকদের নিয়োগ করা প্রতিনিধি চাপের মুখে পড়ে পদত্যাগ করেছেন। তার জায়গায় ফিরে এসেছেন আগের প্রতিনিধি কিয়ো মো টুন।
এর আগে টুন জাতিসংঘের সাধারণ পরিষদের সব সদস্য দেশের কাছে আবেদন করেছিলেন, সেনা অভ্যুত্থানের আগের পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য যেন তারা চেষ্টা করেন।
ডেস্ক / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :