×
  • ঢাকা
  • রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
Active News 24

‘ফেসবুক লাইভ প্রেজেন্টার’ পদে চাকরি দিচ্ছে ক্লাসিক আইটি


একটিভ নিউজ প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ০৫:২৮ পিএম ‘ফেসবুক লাইভ প্রেজেন্টার’ পদে চাকরি দিচ্ছে ক্লাসিক আইটি

‘ফেসবুক লাইভ প্রেজেন্টার’ পদে চাকরির ‍সুযোগ দিচ্ছে ক্লাসিক আইটি এন্ড স্কাই মার্ট লিমিটেড। 

এ পদে কেবলমাত্র নারীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: ফেসবুক লাইভ প্রেজেন্টার।

চাকরির ধরন: ফুল টাইম (প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা)।

আবেদনের যোগ্যতা- 

►কমপক্ষে এইচ.এস.সি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

►প্রার্থীকে সুদর্শন ও স্মার্ট হতে হবে।

►কম্পিউটার ব্যবহারের বেসিক ধারনা থাকতে হবে।

চাকরির দায়িত্ব: প্রতিদিন অফিসে এসে ফেসবুক লাইভের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রোডাক্ট তুলে ধরতে হবে। কাস্টমার কে মেসেজের রিপ্লাই দিতে হবে। কাস্টমারের সাথে ফোনে কথা বলতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। 

বয়স: ২০ থেকে ৩০ বছর বয়স।

বেতন: ১৫,০০০ টাকা।

আবেদন প্রক্রিয়া: classicitltd@gmail.com  ঠিকানায় ছবিসহ জীবনবৃত্তান্ত পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ- ৫ই নভেম্বর, ২০২১

অফিসঃ হাউজ # ১৭, রোড # ১৬, সেক্টর # ১১, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইলঃ ০১৯১১-৬৯২২৬২, ফোনঃ ০২-৪৮৯৫৭৯৬৭।

কে/এস / একটিভ নিউজ