×
  • ঢাকা
  • রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
Active News 24

২২ আগস্ট থেকে হাইকোর্টে আগাম জামিন শুনানি শুরু


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০২:১৬ পিএম ২২ আগস্ট থেকে হাইকোর্টে আগাম জামিন শুনানি শুরু
সংগৃহীত

আগামী ২২ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে হাইকোর্টে আগাম জামিন আবেদনের শুনানি হবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে ও প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে ২২ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন (নতুন মামলা) বেঞ্চগুলোতে আগাম জামিন শুনানি করা হবে।  সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন।

প্রসঙ্গত, মহামারির কারণে গত কয়েক মাস উচ্চ আদালতে আগাম জামিন আবেদনের শুনানি হয়নি। তাই আইনজীবীদের একটি অংশ উচ্চ আদালতে আগাম জামিন আবেদনের শুনানি করার জন্য আরজি জানিয়ে আসছিলেন।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা সর্বাত্মক লকডাউন ১০ আগস্ট পর্যন্ত কার্যকর ছিল।  ১১ আগস্ট থেকে প্রায় সবকিছু খুলে যায়।

রেজাউল করিম / একটিভ নিউজ