×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬ চৈত্র ১৪২৯
Active News 24

জামায়াতের নায়েবে আমির শামসুল চার দিনের রিমান্ডে


একটিভ নিউজ প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৬:৩১ পিএম জামায়াতের নায়েবে আমির শামসুল চার দিনের রিমান্ডে
সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আ ন ম শামসুল ইসলাম এবং বাবুর্চি মো. ইমাম হোসেনের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাদেরকে এ রিমান্ড মঞ্জুর করেন  আদালত। 

ঢাকা মহানগর হাকিম আদালতে আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) তাদেরকে হাজির করে পুলিশ। এরপর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৭ সেপ্টেম্বর একই মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯ জনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিন রিমান্ড পাওয়া অন্য আসামিরা হলেন-জামায়াতে ইসলামীর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন, আব্দুর রব, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত এবং জামায়াতের কর্মী মনিরুল ইসলাম ও আব্দুল কালাম।

রেজাউল করিম / একটিভ নিউজ