যখন তখন পানি পান করলেই হতে পারে বিপদ!
শারীরিক সমস্যা মানেই আমাদের বেশি করে পানি খেতে হবে। পানিই আমাদের শরীরের অর্ধেক অসুখ দূর করে দেয়। এমন পরামর্শ আমরা সবাই কম বেশি শুনতে শুনতে অভ্যস্ত। বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ানো নিয়ে মায়েদের নাজেহাল দশার ছবিও নতুন কিছু নয়।
কিন্তু এখানেই লুকিয়ে রয়েছে অচেনা সব বিপদ।
জীবনে সবকিছুর যেমন ব্যালান্সের দরকার হয়,