আজ রবিবার (২৭ শে ডিসেম্বর)। জেনে নিন একটিভ নিউজের নিয়মিত আয়োজন আজকের রাশিফল
মেষঃ ভালোবাসার মানুষের সঙ্গে সন্ধ্যায় কিছু একটা প্ল্যান করতে পারেন। কোন বন্ধুর আচরণে আপনার মন খারাপ হয়ে যেতে পারে। মাথা ঠাণ্ডা রাখুন, অযথা ঝামেলায় জড়াবেন না। ভালোবাসার মানুষকে আজকের দিনে খুঁজে পাবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে।
বৃষঃ আজকে এই রাশির ব্যক্তিদের সারাদিন আনন্দে কাটবে।
বিবাহিত জীবন সুখের হবে। অন্যদের খুশি রাখতে নিজেকে ভাঙ্গার প্রয়োজন নেই। সন্তানরা পড়াশুনায় ভালো ফল করবে। ভালোবাসার মানুষের সঙ্গে তর্কে না জড়ানোই মঙ্গল।
মিথুনঃ এই রাশির ব্যক্তিদের জন্য আজকের দিনে ভ্রমণ ক্লান্তিকর হবে। পূর্বে নেওয়া কোন ভুল সিদ্ধান্ত আজকে আপনাকে কষ্ট দেবে। পরিবারের সকলের সঙ্গে একটি সুন্দর দিন কাটান।
প্রতিবেশির সঙ্গে ঝগরার সময় নিজের মেজাজ হারাবেন না।
কর্কটঃ আজকের দিনে নতুন বই কিনে নিজেকে গৃহবন্দী করতে পারেন। অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি পাবে। আপনার জীবন যাত্রা পরিবারের কাছে বিরক্তিকর হয়ে উঠবে। দেরই করে বাড়ি ফেরা, বন্ধুদের পেছনে টাকা ওড়ানো বন্ধ করুন।
সিংহঃ অতীতের কারো সঙ্গে দেখা হতে পারে। বাঁধা বিঘ্ন কাটিয়ে উঠে যত তাড়াতাড়ি সম্ভব পরিবারের খুশি ফিরিয়ে আনুন।
মন খারাপ লাগলে পরিবারের সকলের সঙ্গে কথা বলুন। অর্থ সংক্রান্ত সমস্যার মিমাংসা হয়ে, অনেক অর্থের মুখ দেখেবন আজকে।
কন্যাঃ কেনাকাটা করার সময় নিজের জন্য সেরাটা পছন্দ করুন। কোন খাতে বিনিয়োগ করলে আজকের দিনে লাভদায়ী ফল পাবেন। বিশেষ বন্ধু আপনার দুঃখের দিনে আপনার পাশে দাঁড়াবে। পরিবারের কোন গোপন খবর, আপনাকে আশ্চর্য্য করে দেবে।
তুলাঃ নিজের জীবনের সমস্যার ব্যাপারে পরিবারের লোকজনদের সঙ্গে আলোচনা করুন।
পরিবারের লোকেরা বিরক্ত হলেও, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা অর্থ সঞ্চয় করতে পারবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে একটি সুন্দর দিন কাটতে চলেছে।
বৃশ্চিকঃ হটকারিতা করে কোন সিদ্ধান্ত না নেওয়াই উচিত। নতুন কোন প্রকল্প তৈরির আগে, নিজেকে তৈরি করুন। এই রাশির বিবাহিত পুরুষরা তাদের স্ত্রীদের থেকে একটি সুন্দর উপহার পেতে পারেন। আপনার ভালোবাসার সত্ত্বা সব জায়গায় প্রকাশ না করাই মঙ্গল।
ধনুঃ অতিরিক্ত সময় সামাজিক কাজে ব্যয় করলে, পরিবারে শান্তি ফিরে পাবেন। ভ্রমণে শরীর সাথ দেবে না। নিজেকে একটু বুঝুন। সবকিছুর থেকে বেরিয়ে গিয়ে আজকের দিনে নিজের জন্য একটু ভাল সময় বের করুন। আজকের দিনে অর্থ ব্যয় এবং সঞ্চয় সঠিকভাবে করুন।
আরো পড়ুন: বাবার শাসনে অভিমান করে শিশুর অত্মহত্যা
মকরঃ আজকের দিনে মনের মানুষকে খুঁজে পাবেন, একাকীত্ব থেকে মুক্তি পাবেন। আর্থিক উন্নতির যোগ রয়েছে।
বিবাহিত জীবনে সেরা দিন হতে চলেছে। আত্মীয়দের সম্পর্কে আপনি যা ভেবেছিলেন, তারা তার থেকে অনেকটাই ভালো।
কুম্ভঃ অসুস্থ আত্মীয়র সঙ্গে দেখা করতে যাওয়া উচিত আজকের দিনে। নিজের শরীরের প্রতি যত্ন নিন। বিবাহিত জীবন সুখের হবে। আজকের দিন ব্যবসায়ীদের পক্ষে অনেক শুভ। অতীতের কোন বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
আরো পড়ুন: “টিকটক স্টার” বানাতে ডেকে নিয়ে কিশোরীকে গণধর্ষণ
মীনঃ বিদেশী আত্মীয়র থেকে উপহার পেয়ে খুব খুশি হবেন। পার্টিতে নিজের মেজাজ সামলে রাখুন, বেশি মাথা গরম করবেন না। কোন গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে দেখা হতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে নিস্কৃতি পেয়ে অনেক অর্থের মালিক হতে পারবেন।