ঢাকা, বুধবার, ১৪ মাঘ ১৪২৭, ২৭ জানুয়ারী, ২০২১

Facebook Twitter Youtube

Logo

আজ বুধবার জেনে নিন আজকের রাশিফল

আজ বুধবার ৩০ ডিসেম্বর। একটিভ নিউজের নিয়মিত আয়োজন আজকের রাশিফল থেকে জেনে নিন আজকে রদিনটি কেমন যাবে। মেষঃ বাড়ি থেকে দূরে গিয়ে চাকরি করলে, ফাঁকা সময়ে ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে পারেন। বাড়তে থাকা মানসিক চাপের মধ্যেও এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। ফেলে রাখা কাজ আজকের দিনে শেষ

ডেস্ক:: একটিভ নিউজ:
প্রকাশিত: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ০৯:১৬
রাশিফল
প্রতীকী ছবি

আজ বুধবার ৩০ ডিসেম্বর। একটিভ নিউজের নিয়মিত আয়োজন আজকের রাশিফল থেকে জেনে নিন আজকে রদিনটি কেমন যাবে।


মেষঃ বাড়ি থেকে দূরে গিয়ে চাকরি করলে, ফাঁকা সময়ে ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে পারেন। বাড়তে থাকা মানসিক চাপের মধ্যেও এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। ফেলে রাখা কাজ আজকের দিনে শেষ করুন।

বৃষঃ খেলাধূলা করতে গিয়ে পড়াশুনাকে কম গুরুত্ব দেবেন না।

শরীর সুস্থ থাকলেও ভ্রমণে অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন সুখের হবে। এই রাশির যে সকল ব্যক্তিরা এখনও বেতন পাননি, তারা বন্ধুদের থেকে অর্থ ঋণ নিতে পারেন।

মিথুনঃ বিবাহিত জীবন সুখের হবে। কোন কাজে বেশি উত্তেজিত হবেন না, নিজের মনকে শান্ত রাখুন। বাড়ি থেকে দূরে গিয়ে চাকরি করলে, ফাঁকা সময়ে ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে পারেন। কাজের জায়গায় সমস্যা দেখা দিতে পারে।

কর্কটঃ কাজের চাপে পরিবারের সমস্যায় গুরুত্ব দিতে পারবেন না। নিজের যত্ন নিন। আপনার সমস্যা মোকাবিলা করার ধরণ অন্যদের নাও পছন্দ হতে পারে। অর্থ সংকট দূর হবে, অনেকে অর্থের মুখ দেখবেন। নিজেকে বুঝতে শিখুন।

সিংহঃ পরিবারের সদস্যদের বুঝে তাদের সঙ্গে সময় কাটান। স্ত্রীর খারাপ স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন।

নিজের কাজের কৃতিত্ব অন্যকে নিতে দেবেন না। অর্থ কোথায় খরচ হচ্ছে সেদিকে খেয়াল রাখুন, নাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে।

আরো পড়ুন: এবার প্রেমিক-প্রেমিকাকে ধরতে গিয়ে গণপিটুনি খেল পুলিশ
কন্যাঃ আজকের দিনে পুরনো সম্পর্কগুলোকে বাঁচিয়ে তুলুন। কাজের চাপে মানসিক উত্তেজনা বাড়তে পারে। ফাঁকা সময়ে জিমে যেতে পারেন। দিনের শুরুর দিকে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। নতুন পরিকল্পনাকে বাস্তবায়িত করার ভালো দিন।

তুলাঃ অসুস্থ আত্মীয়র সঙ্গে দেখা করুন। স্ত্রীর শারীরিক অসুস্থতার জন্য কারো সঙ্গে দেখা করার পরিকল্পনা ভেস্তে যেতে পারে। কাজের ফাঁকে কিছুটা আরাম করুন। ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটাতে পারেন। ভবিষ্যতে যে কোন সময়ে অর্থের প্রয়োজন হতে পারে, তাই অর্থ সঞ্চয়ে মন দিন।

বৃশ্চিকঃ ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক বিয়ের দিকে এগোতে পারে। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থ থাকবে।

ব্যস্ত সময়ের মধ্যেও সময় বের করে পরিবারের লোকদের সঙ্গে কথা বলতে পারেন। জমি বা বাড়ির খাতে বিনিয়োগ ক্ষতি হতে পারে।

ধনুঃ পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা ব্যর্থ হতে পারে। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা আনন্দের মধ্যে থাকবেন। আজকের দিনে কিছুটা বুঝে শুনে কথা বলুন, নাহলে সমস্যায় পড়তে পারেন। পরিবারের লোকজন এবং বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন।

আরো পড়ুন: গৃহবধূকে তার গোসলের ভিডিও দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার

মকরঃ ভালোবাসার মানুষের মেজাজ খারাপ থাকবে।

আজ কিছুটা চটপটে এবং প্রাণবন্ত থাকবেন। ফাঁকা সময়ে বই পড়ে সমস্যার সমাধান করতে পারেন। অর্থ সঞ্চয়ের দিকে মন দিন, বেশি খরচ না করাই মঙ্গল।

কুম্ভঃ নিজের দক্ষতা প্রদর্শনে অনেক সুযোগ পাবেন। আপনার ব্যবহার প্রশংসার নজির গড়বে। আচমকা আত্মীয় স্বজন বাড়িতে আসায় আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট হবে। আকস্মিক কোন চিঠিতে গোটা পরিবারের জন্য সুখের সংবাদ নিয়ে আসবে।

মীনঃ পরিবারের সকলে আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে থাকবে। জীবনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। মানসিক শান্তি পেতে বাইর বাইরে হাঁটতে যেতে পারেন। বাড়ির প্রবীণ ব্যক্তির থেকে অর্থ সঞ্চয়ের বিষয়ে পরামর্শ নিন।একটিভ নিউজ / সাইফুল বারী
×
লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত

আজ বুধবার ৩০ ডিসেম্বর। একটিভ নিউজের নিয়মিত আয়োজন আজকের রাশিফল থেকে জেনে নিন আজকে রদিনটি কেমন যাবে। মেষঃ বাড়ি থেকে দূরে গিয়ে চাকরি করলে, ফাঁকা সময়ে ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে পারেন। বাড়তে থাকা মানসিক চাপের মধ্যেও এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। ফেলে রাখা

Active News logo
    Active news app

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আজিজুর রহমান
সহ-সম্পাদক: বি, এম বাবলুর রহমান
উপদেষ্টা: এ‍্যাডভোকেট আসাদুজ্জামান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
উপদেষ্টা: জাহাঙ্গীর আকন্দ
প‍্যারামাউন্ট হাইটস, পল্টন, ঢাকা-১০০০।
টেলিফোন: ০২-৪৮৯৫৭৯৬৭
মোবাইল: ০১৭১৬-৪৬৫৬১৬
ইমেইল: activenewsoffice@gmail.com