হেমন্তের আনাগোনা
হেমন্ত ঋতু ছড়িয়ে আছে
সবুজ দৃশ্য জুড়ে।
দক্ষিণা বাতাস এসে দেয়
আমার গাঁ ছুঁয়ে।
বলতে ইচ্ছে হয় বারবার এসে
কেন ছুঁয়ে দাও আমায়?
তবুও বলতে পারিনা
কারণ প্রকৃতি চলে প্রভুর নিয়মে।
যখনই তাকাই ঐ সবুজের পানে
তৃপ্তি মিঠে না আমার এই মনে।
এই ঋতুতে মানুষ চলতে শুরু করে
প্রকৃতির সাথে তাল মিলিয়ে।
এইসব মিলেই