রাজধানীর মগবাজারে বাসের ধাক্কায় ৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে।
মগবাজার ওয়্যারলেস এলাকায় আজ মঙ্গলবার (৮ জুন) এ ঘটনা ঘটে। ওই বাসটি সায়দাবাদ-গাজীপুর রুটের বলাকা পরিবহন।
প্রত্যক্ষদর্শী আব্দুল জব্বার এ ঘটনার বিষয়ে জানান, সড়কে যানবাহনের চাপ কিছুটা বেশি ছিল। হঠাৎ করেই দেখলাম মগবাজার থেকে মৌচাকে যাওয়ার সময় বলাকা বাসটি একটি সাদা রংয়ের প্রাইভেট কারকে ধাক্কা দিয়েছে।
তিনি বলেন, সেই ধাক্কায় সাদা গাড়িটি তার সামনে থাকা আরও চারটি গাড়িকে ধাক্কা দেয়। প্রাইভেটকারের ধাক্কায় আবার বাম পাশের একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। মুহূর্তেই হই-হুল্লোড় ও চিৎকার-চেঁচামেচি শুরু হয়।
আরো পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট, ভোগান্তি
এতে মোট ৪টি প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।
ডিএমপির হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই হারুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা শুনেছি বাসটিই পেছন থেকে গাড়িগুলোকে ধাক্কা দিয়েছে। ঘটনাস্থলে থানার এসআই নিয়াজ উদ্দিন মোল্লা রয়েছেন। উনি ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন।
প্রসঙ্গত, বলাকা বাস ও ক্ষতিগ্রস্ত গাড়িগুলো বর্তমানে ওয়্যারলেস এলাকায় রয়েছে।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :