×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
Active News 24

রাজধানীর ১৯ হাটে কোরবানির পশু বিক্রি শুরু


একটিভ নিউজ প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ১০:৩৪ এএম রাজধানীর ১৯ হাটে কোরবানির পশু বিক্রি শুরু
সংগৃহীত

ঢাকার দুই সিটি করপোরেশনের ১৯টি অস্থায়ী পশুর হাটে আজ শনিবার (১৭ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে। তবে এর আগে থেকেই ইজারার শর্ত ভেঙে বিভিন্ন হাটে পশু বিক্রি শুরু হয়েছিল।

এ বিষয়ে বিক্রেতাদের দাবি, ছুটির দিন (শুক্রবার) হওয়ায় সবাই পশু দেখতে হাটে ভিড় জমিয়েছে; কিন্তু বেচাকেনা এখনো শুরু হয়নি। এদিকে বেশ কিছু ক্রেতা জানান, ঝামেলা এড়াতে এবং ভালো গরু পেতে হাট শুরু হওয়ার আগেই তাঁরা সেরে ফেলেছেন পশু কেনার কাজটি।

প্রসঙ্গত, ১৯টি অস্থায়ী পশুর হাটের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) হাট রয়েছে ১০টি। এছাড়াও সারুলিয়াতে ডিএসসিসির একটি স্থায়ী হাট রয়েছে। এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৯টি হাট রয়েছে। এছাড়া গাবতলীতে ডিএনসিসি একটি স্থায়ী হাট রয়েছে। 

গতকাল সরেজমিনে গাবতলীর হাটে গিয়ে দেখা যায়, কোরবানি উপলক্ষে হাটটিতে বেশ জোরালোভাবেই পশু বিক্রি শুরু হয়েছে। সারা বছর হাটটি চালু থাকলেও কোরবানির সময়ই হাটের মূল বেচাকেনা হয়। গতকাল এই হাট থেকে এক লাখ ২০ হাজার টাকায় গরু কিনেছেন কল্যাণপুরের বাসিন্দা রাসেল ইবনে কামাল। এসময় তিনি বলেন, 'পরে হাটে ভিড় আরো বাড়বে। তাই আগেই কিনা নিলাম। করোনার মধ্যে ভিড়ের হাটে না আসাই ভালো।'

এদিকে বনশ্রী এইচ ব্লক থেকে এন ব্লক পর্যন্ত জায়গা নিয়ে বসেছে রাজধানীর মেরাদিয়া পশুর হাট। হাটের মাইকে বারবার স্বাস্থ্যবিধি মানাসংক্রান্ত ঘোষণা দেয়া হলেও তা মানতে দেখা যায়নি ক্রেতাা বিক্রেতাদের। মাস্ক, জীবাণুনাশক টানেল বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারেও ছিল তাঁদের অনীহা। হাটটিতে আজ বেচাকেনা শুরু হওয়ার কথা থাকলেও অল্প পরিসরে এরই মধ্যে এ হাটে চলছে পশু বেচাকেনা।

সূত্র: কালের কন্ঠ

রেজাউল করিম / একটিভ নিউজ