×
  • ঢাকা
  • রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
Active News 24

মডার্নার আরও ৩৫ লাখ ডোজ টিকা আসছে 


একটিভ নিউজ প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ১২:১১ পিএম মডার্নার আরও ৩৫ লাখ ডোজ টিকা আসছে 
সংগৃহীত

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশে মডার্নার আরও ৩৫ লাখ ডোজ টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ভ্যাকসিন শেয়ারিং প্রকল্প কোভ্যাক্স’র আওতায় দেশটি এই টিকা দিচ্ছে।

শনিবার (১৭ জুলাই) হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে নিজেদের এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

ওই কর্মকর্তা জানিয়েছেন আগামী সোমবার এই টিকা বাংলাদেশে এসে পৌঁছাবে।

এর আগে গতকাল শুক্রবার ইউক্রেনকে ২০ লাখ ডোজ টিকা পাঠিয়েছে ওয়াশিংটন। করোনা মহামারি রুখতে বিশ্বের বিভিন্ন দেশকে টিকা দেওয়ার যে প্রতিশ্রুতি প্রেসিডেন্ট বাইডেন দিয়েছেন তারই অংশ হিসাবে এই টিকা পাঠানো হয়।

এ বিষয়ে তিনি রয়টার্সকে বলেছেন, বৈজ্ঞানিক দল এবং উভয় দেশের নীতিনির্ধারণী কর্তৃপক্ষ নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে একসঙ্গে কাজ করছে।

প্রসঙ্গত, এর আগে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার সাড়ে ১২ লাখ ডোজ টিকা দেশে আসে।

রেজাউল করিম / একটিভ নিউজ