×
  • ঢাকা
  • রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
Active News 24

টিকা দেওয়া বন্ধ


একটিভ নিউজ প্রকাশিত: জুলাই ২০, ২০২১, ১২:০৭ পিএম টিকা দেওয়া বন্ধ
সংগৃহীত

করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম ঈদুল আজহার ছুটিতে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। সেইসাথে ছুটি শেষ হওয়ার পরদিন শুক্রবার হওয়ায় সেদিনও টিকা দেওয়া বন্ধ থাকবে। অর্থাৎ মোট চারদিন বন্ধ থাকছে টিকাদান।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে  বলেন, দেশে টিকা দেওয়া শুরুর পর থেকেই সরকারি ছুটির দিনগুলোতে কার্যক্রম বন্ধ ছিল। তাই ঈদের তিন দিন টিকা দেওয়া বন্ধ থাকবে।

তিনি বলেন, ছুটি শেষ হওয়ার পরদিন শুক্রবার হওয়ার কারণে সেদিনও বন্ধ থাকবে টিকাদান। এরপর ২৪ জুলাই থেকে আবারও টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে।

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে ২০২১ সালের জানুয়ারিতে টিকা দেওয়া শুরু হয়। এ পর্যন্ত দেশে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে এক কোটি ১৪ লাখ ৯০ হাজার ৭৩৯ ডোজ।

রেজাউল করিম / একটিভ নিউজ