×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
Active News 24

ফকির আলমগীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


একটিভ নিউজ প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ১২:১৫ এএম ফকির আলমগীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবরেণ্য গণসংগীত শিল্পী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীর মৃত্যুতে শুক্রবার (২৩ জুলাই) রাতে এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এ দেশের সঙ্গীতাঙ্গনে বিশেষ করে গণসংগীতকে জনপ্রিয় করে তুলতে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। 

এসময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর আজ শুক্রবার (২৩ জুলাই) রাত ১০টা ৫৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রেজাউল করিম / একটিভ নিউজ