×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
Active News 24

সিরিজ জিতল টাইগাররা


একটিভ নিউজ প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ০৮:২৫ পিএম সিরিজ জিতল টাইগাররা
সংগৃহীত

জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে আজকের ম্যাচ জেতার মধ্য দিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। এদিন টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। 

এর আগে, টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য দেয় জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান করে জিম্বাবুয়ে।

বোলিংয়ে নেমে তিন পেসার তাসকিন, সাইফউদ্দিন, শরীফুল এবং মেহেদী হাসানের জায়গায় নামা বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এ ম্যাচে বেদম মার খেয়েছেন। তবে সাকিব বল সামলেই খেলেছে জিম্বাবুয়ে।

প্রসঙ্গত, গত ম্যাচে ১৬৬ রান করেই সহজে জিতে গিয়েছিল জিম্বাবুয়ে। কতে আজ হারারেতে সিরিজ নির্ধারণী টি-টুয়েন্টিতে বাংলাদেশকে আরও বড় লক্ষ্য দিলেও শেষ জয়ের দেখা মেলেনি স্বাগতিকদের।

রেজাউল করিম / একটিভ নিউজ