×
  • ঢাকা
  • রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১২ চৈত্র ১৪২৯
Active News 24

যুক্তরাষ্ট্রের পথে কাদের মির্জা


একটিভ নিউজ প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ০১:২৩ এএম যুক্তরাষ্ট্রের পথে কাদের মির্জা
ফাইল ছবি

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। যাত্রা শুরুর আগে আজ মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে বড় ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে দোয়া নিয়েছেন তিনি। এ সময় দুই ভাইয়ের মধ্যে নোয়াখালীর স্থানীয় রাজনীতির বিভিন্ন বিষয়ে আলোচনাও হয়।

এরপর নিজের ফেসবুক পেজে দুই ভাইয়ের সাক্ষাতের একটি ছবি পোস্ট করেন কাদের। ছবিটি পোস্ট করে কাদের মির্জা লিখেছেন, ‘চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশে রওনা হওয়ার আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই, জননেতা জনাব ওবায়দুল কাদের এমপির সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিই। এ সময় কোম্পানীগঞ্জের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা স্থিতিশীল করার লক্ষ্যে আলোচনা হয়।’ 

ওই পোস্টে নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘সকলে ধৈর্যবান হয়ে শান্তির লক্ষ্যে কাজ করুন। শান্তি প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে সহযোগিতা করুন। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।’

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির দরজায় মা-বাবার কবর জিয়ারত শেষে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন। 

আবদুল কাদের মির্জা বুধবার রাত ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিকিত্সার জন্য আমেরিকার উদ্দেশে যাত্রা শুরু করবেন বলে জানা গেছে।

রেজাউল করিম / একটিভ নিউজ