×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
Active News 24

হেলেনা জাহাঙ্গীর গ্রেপ্তার


একটিভ নিউজ প্রকাশিত: জুলাই ৩০, ২০২১, ১২:১৬ এএম হেলেনা জাহাঙ্গীর গ্রেপ্তার
সংগৃহীত

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে সদ্য অব্যাহতি পাওয়া সদস্য হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালিয়েছে র‌্যাব। 

গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে র‌্যাব-২ একটি দল তার গুলশান-২ এলাকায় ৩৬ নম্বর সড়কে তার ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে এ অভিযান চালায়। এরপর সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এর আগে বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে রাতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালানো হয়।

জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব সদস্যরা হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে প্রবেশ করে। এরপর রাত পৌনে ১০টার দিকে র‌্যাবের তিনজন নারী সদস্যরা ওই বাসায় প্রবেশ করেন। এ অভিযানের সময় হেলেনা যে বাসাটিতে থাকেন সেটির মূল ফটক বন্ধ করে দেয় র‌্যাব। সেইসাথে কাউকে ভেতরে প্রবেশ করতে বা বের হতেও দেওয়া হয়নি।

রেজাউল করিম / একটিভ নিউজ