×
  • ঢাকা
  • রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১২ চৈত্র ১৪২৯
Active News 24

হেলেনার বাসায় মিলল মদ-ক্যাসিনো সরঞ্জাম


একটিভ নিউজ প্রকাশিত: জুলাই ৩০, ২০২১, ০১:২৪ এএম হেলেনার বাসায় মিলল মদ-ক্যাসিনো সরঞ্জাম
সংগৃহীত

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটি থেকে সদ্য অব্যহতি পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া জব্দ করা হয়েছে। এর আগে হেলেনা জাহাঙ্গীরের ওই বাসায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) 

গুলশান-২ এর ৩৬ নম্বর রোডে অবস্থিত হেলেনা জাহাঙ্গীরের বাসায় বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাত ১২টার পর অভিযান শেষে এ তথ্য জানান র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

এসময় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় আমরা অভিযান চালিয়েছি। তার বাসা থেকে আমরা বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া জব্দ করেছি। তাকে আটক করে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদরদফতরে নিয়েছি। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, এর আগে রাত আটটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে র‍্যাব-১ এর একটি দল হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান পরিচালনা করে।

রেজাউল করিম / একটিভ নিউজ