ফাইজার এবং মডার্না ইউরোপে সাম্প্রতিক সরবরাহ চুক্তিতে তাদের করোনাভাইরাসের টিকার দাম বৃদ্ধি করেছে বলে জানিয়েছে রয়টার্স।
ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে আজ রোববার টিকার দাম বৃদ্ধির এই তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে ব্রিটিশ এক দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চুক্তি অনুযায়ী প্রতি ডোজ ভ্যাকসিন ১৯ দশমিক ৫০ ইউরোতে (বাংলাদেশি প্রায় এক হাজার ৯৬৪ টাকা) ইউরোপের কাছে বিক্রি করছে ফাইজার। যা আগে সাড়ে ১৫ ইউরোতে ইউরোপের কাছে বিক্রি করা হতো।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, নতুন চুক্তি অনুযায়ী, মডার্নার টিকার প্রতি ডোজের দাম নির্ধারণ করা হয়েছে সাড়ে ২৫ ডলার। কিন্তু আগের চুক্তিতে মডার্না ইউরোপের কাছে প্রতি ডোজ টিকা ১৯ ডলারে বিক্রি করেছিল।
এদিকে অর্ডার বৃদ্ধি পাওয়ায় টিকার প্রতি ডোজের এই দাম সাড়ে ২৮ ডলার করার কথা ছিল বলে চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
অন্যদিকে দাম বাড়ানো হলেও টিকার এই দাম বৃদ্ধির বিষয়ে তাৎক্ষণিকভাবে ফাইজার এবং মডার্না কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :