×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
Active News 24

জরিমানা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৮:১৯ পিএম জরিমানা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ
ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘর থেকে বের হলে মাস্ক পরার নিয়ম করেছে সরকার। এ নিয়ম না মানলে এবার থেকে নিয়ম অমান্যকারীদের জরিমানা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে এক সভা শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য জানান।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবাইকে মাস্ক পরতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এটাকে সঠিকভাবে এনফোর্স করতে পুলিশকে ক্ষমতা দেওয়ার প্রয়োজন রয়েছে। যাতে করে যারা মাস্ক পরবে না তাদের জরিমানা করতে পারে। এ জন্য অধ্যাদেশ লাগবে। আলোচনা হয়েছে, আমরা সেদিকেও যাবো।

এ সভায় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, চলমান কঠোর বিধি-নিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

তিনি আরো বলেন, আগামী ১১ আগস্ট থেকে সারাদেশের দোকানপাট খুলে দেওয়া হবে। সীমিত পরিসরে পর্যায়ক্রমে যানবাহন চলবে, খুলবে অফিস। ১১ আগস্টের পরে টিকা না নিয়ে কেউ মুভমেন্ট করলে শাস্তি হিসেবে বিবেচনা করা হবে।

রেজাউল করিম / একটিভ নিউজ