×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
Active News 24

তালায় ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জাম সহ আটক ৫


বি এম বাবলুর রহমান প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ১০:১৮ পিএম তালায় ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জাম সহ আটক ৫
সংগৃহীত

তালায় জাতপুর বট তলা সংলগ্ন এলাকায থেকে ডাকাতির প্রস্তুতি কালে সরঞ্জাম সহ ৫ ডাকাতকে আটক করেছে তালা থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে লোহার রড, চাকু, হাসুয়া সহ ডাকতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

গতকাল শুক্রবার দিবাগত রাত ২.৪৫ এর দিকে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স নিয়ে টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে তালা থানাধীন সিরাজুদ্দীন মুন্সীর বটতলা সংলগ্ন ধানের চাতাল নামক স্থান থেকে ডাকাতদেরকে আটক করেন।

গ্রেফতার কৃত আসামিরা হলেন পাটকেলঘাটা এলাকার মৃত সাইদুর গাজীর পুত্র মোঃ কবির গাজী ওরফে কালু(৫০), একই এলাকার মোঃ জয়নাল মোড়লের পুত্র মোঃ শরিফুল ইসলাম (২৬), সাতক্ষীরা থানার ধুলিহার গ্রামের মৃত আখে‌র আলী সরদারের পুত্র মোঃ আব্দুর রহমান সরদার (৪০), মোঃ বাবু সরদারের পুত্র আতাউর রহমান (২৫), পিতা- অজ্ঞাত এর পুত্র শাহিন (২৮) । 

আটককৃত আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বলেন, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। আটককৃত আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের কে ধাওয়া করে আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি গ্রহণ করার অপরাধে মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তালা থানার মামলা নং ৫, তারিখ ০৭-০৮-২০২১।

রেজাউল করিম / একটিভ নিউজ