জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, বিধি-নিষেধ শেষে আগামী ১১ আগস্ট থেকে সরকারি-বেসরকারি অফিস-আদালত অল্প জনবল নিয়ে খোলা থাকবে।
সচিবালয়ে আজ রোববার (৮ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
এসময় ১১ তারিখ থেকে অফিস-আদালত কতটা জনবল দিয়ে খুলবে- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যত কম করা যায়, সে রকমই থাকবে।
পর্যটনকেন্দ্র খোলার বিষয়ে তিনি বলেন, পর্যটনকেন্দ্রগুলো মনে হয় এ মুহূর্তে খোলা হবে না। ধাপে-ধাপে, না... এটা আরও পরে।
প্রসঙ্গত, গত ৩ আগস্টের বৈঠকে চলমান বিধি-নিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করে সরকার। এদিন জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ১১ আগস্ট থেকে ধাপে ধাপে শিথিল করার চিন্তাভাবনা চলছে।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :