×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬ চৈত্র ১৪২৯
Active News 24

পদ্মা সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কা


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০৮:১৩ পিএম পদ্মা সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কা
সংগৃহীত

পদ্মা সেতুর পিলারে আবারো একটি ফেরি ধাক্কা দিয়েছে। আজ সোমবার সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার সময় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের রো রো ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়।

বিআইডিব্লউটিসির মেরিন অফিসার আহম্মদ আলী দেশের প্রথমসারির একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি জানান, এতে ফেরিতে থাকা দুইটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ‘শাহজালাল’ নামে রো রো ফেরির সংঘর্ষ হয়। এ ঘটনায় ফেরিটির অন্তত ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করে বিআইডব্লিউটিসি।

রেজাউল করিম / একটিভ নিউজ