×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
Active News 24

শুক্রবার থেকে ভারত-বাংলাদেশ ফ্লাইট চালু


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০৭:৪২ পিএম শুক্রবার থেকে ভারত-বাংলাদেশ ফ্লাইট চালু
সংগৃহীত

ভার‌তের স‌ঙ্গে আগামী ২০ আগস্ট থে‌কে ফ্লাইট চালু হ‌চ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মো‌মেন। ‘এয়ার বাবল’ চুক্তির অধীনে দু‌দে‌শের ম‌ধ্যে এ ফ্লাইট চালু হ‌বে বলে জানান তিনি। 

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ মঙ্গলবার বিকা‌লে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি। এদিন অতিথি ভবন পদ্মায় ভারতের পক্ষ থেকে ৩১টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। 

এসময় এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ভারতে চিকিৎসার জন্য আমাদের দেশ থেকে রোগীদের যেতে হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ২০ আগস্ট থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে এয়ার বাবল চু‌ক্তির মাধ্য‌মে ফ্লাইট চালু হ‌চ্ছে। 

ড. মোমেন আরো বলেন, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য প্রচুর চাহিদা রয়েছে। আমরা ভারত সরকারকে অনুরোধ করার পর তারা ফ্লাইট চালু করছে।

রেজাউল করিম / একটিভ নিউজ