×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
Active News 24

বরিশালে হামলা: কাউন্সিলর মান্না গ্রেফতার


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ০৫:২৮ পিএম বরিশালে হামলা: কাউন্সিলর মান্না গ্রেফতার
সংগৃহীত

বরিশাল মহানগর আওয়ামী ল‌ী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ও ২১ নম্বর  ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইদ আহমেদ মান্নাকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান আজ শনিবার (২১ আগস্ট) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার (১৮ আগস্ট) বরিশালে ‘ইউএনওর সরকারি বাসভবনে ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি কাউন্সিলর সাইদ আহমেদ মান্নাকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘ইউএনওর সরকারি বাসভবন ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি শেখ সাইয়েদ আহমেদ মান্না।’

রেজাউল করিম / একটিভ নিউজ