×
  • ঢাকা
  • সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০
Active News 24

ফাইজারের টিকা নিয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০২:১০ পিএম ফাইজারের টিকা নিয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
সংগৃহীত

সেপ্টেম্বরের মধ্যেই ফাইজারের ৬০ লাখ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সচিবালয়ে আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, ফাইজারের টিকা ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ কোটি টিকা পাবে বাংলাদেশ। 

তিনি বলেন, ‘সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাব। এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ কোটি ডোজ টিকা আসবে।’

তিনি আরও বলেন, আপাতত করোনার গণটিকা কার্যক্রম হচ্ছে না।  যখন টিকা আসবে নিবন্ধন করেই সবাইকে টিকা নিতে হবে। 

এসময় আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 

রেজাউল করিম / একটিভ নিউজ