মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১১৭ জন মারা গেছেন। এ মৃত্যুর সংখ্যা গত ৫৩ দিনের মধ্যে সর্বনিম্ন। এরে আগে জুনের ৩০ তারিখ ১১৫ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ৩৩৯ জনে।
এদিন নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ৩১৭ জনের। এতে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনে।
স্বাস্থ্য অধিদফতর থেকে আজ সোমবার পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত রোববার ১৩৯, শনিবার ১২০, শুক্রবার ১৪৫, বৃহস্পতিবার ১৫৯, বুধবার ১৭২ ও মঙ্গলবার ১৯৮ জনের মৃত্যু হয়।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :