কাবুলের পর এবার আফগানিস্তানের পঞ্জশির প্রদেশ দখলের জন্য তালেবানের কয়েকশ যোদ্ধা সেখানে পৌঁছেছে। এরইমধ্যে পঞ্জশির ঘিরে ফেলেছে তারা। তালেবানের আক্রমণের ভয়ে সেখানকার সাধারণ বাসিন্দারা পাহাড়ে আশ্রয় নিয়েছেন।
এদিকে পঞ্জশির প্রায় দখল হয়ে গেলেও তালেবানের কাছে আত্মসমর্পণ করবে না বলে জানিয়ে দিয়েছেন প্রয়াত তালেবানবিরোধী নেতা আহমদ শাহ মাসউদের ছেলে আহমদ মাসউদ। এতে মাসউদের সঙ্গে তালেবান আলোচনার প্রস্তাবও দিলেও তা ফলপ্রসূ হয়নি।
অন্যদিকে তালেবানবিরোধী নেতা আমরুল্লাহ সালেহ এক টুইটবার্তায় জানান, আন্দারব উপত্যকায় খাবার এবং জ্বালানি আসতে দিচ্ছে না তালেবান। এখানে লোকজন মানবেতর জীবনযাপন করছেন। হাজার হাজার নারী ও শিশু পাহাড়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
তিনি টুইটবার্তায় আরো জানান, ‘গত দুদিন ধরে তালেবানরা শিশু ও বৃদ্ধদের অপহরণ করে তাদের ঢাল হিসেবে ব্যবহার করছেন। এভাবেই তারা বিভিন্ন বাড়িতে তল্লাশি চালাচ্ছেন।’
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :