×
  • ঢাকা
  • রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১২ চৈত্র ১৪২৯
Active News 24

চীনা টিকা নিয়েও সৌদি যেতে পারবেন ওমরাহযাত্রীরা


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০৮:২২ পিএম চীনা টিকা নিয়েও সৌদি যেতে পারবেন ওমরাহযাত্রীরা
সংগৃহীত

এখন থেকে চীনের টিকা নিয়ে সৌদি আরবে প্রবেশ করা যাবে। এর ফলে বাংলাদেশে যারা এসব টিকা নিয়েছেন বা নেবেন, তাদের হজ বা ওমরাহ পালনে দেশটিতে যেতে আর কোনো বাধা থাকছে না। 

ধর্ম মন্ত্রণালয়ের একটি সূত্র আজ বুধবার এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, সৌদির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মঙ্গলবার সিনোফার্ম ও সিনোভ্যাকের করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। 

প্রসঙ্গত, এর আগে, সৌদি আরবে শুধু অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্নার করোনা টিকার অনুমোদন ছিল।

এ বিষয়ে আরব নিউজ বলছে, সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় সিনোফার্ম বা সিনোভ্যাকের টিকা নেওয়াদের সে দেশে প্রবেশের অনুমোদন দিয়েছে। তবে, সেক্ষেত্রে তাদের সৌদিতে অনুমোদিত একটি টিকার বুস্টার ডোজ নিতে হবে।

রেজাউল করিম / একটিভ নিউজ