×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬ চৈত্র ১৪২৯
Active News 24

করোনা: আরও কমল মৃতের সংখ্যা


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৬:১৪ পিএম করোনা: আরও কমল মৃতের সংখ্যা

মহামরি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ৭২৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজ বৃহস্পতিবার পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জনে। 

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় মোট ৩৪ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৭ শতাংশ।

রেজাউল করিম / একটিভ নিউজ