×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
Active News 24

রিমান্ড শেষে কারাগারে ডিবির সেই ওসি


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৮:৪৩ পিএম রিমান্ড শেষে কারাগারে ডিবির সেই ওসি
সংগৃহীত

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে তৃতীয় দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। ফেনীতে স্বর্ণ ডাকাতি মামলায় তিন দফায় রিমান্ড মঞ্জুর করা হয় তার। 

আজ শুক্রবার (২৭ আগস্ট) ১১ দিনের রিমান্ড শেষে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার (২২ আগস্ট) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান তৃতীয় দফায় তকে তিনদিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক শাহ আলম এ বিষয়ে বলেন, স্বর্ণ ডাকাতি মামলায় ওসি সাইফুলের চারদিন করে দুই দফায় রিমান্ডের পর তৃতীয় দফায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আজ শুক্রবার রিমান্ড শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

রেজাউল করিম / একটিভ নিউজ