×
  • ঢাকা
  • রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
Active News 24

ক্যাপ্টেন নওশাদ ‘ক্লিনিক্যালি ডেড’ 


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ০৩:৪১ পিএম ক্যাপ্টেন নওশাদ ‘ক্লিনিক্যালি ডেড’ 
সংগৃহীত

ভারতের নাগপুরে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ বিমানের পাইলট নওশাদ আতাউল কাইউমের মৃত্যুর খবর এখনও নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রের খবরে তিনি এখনও লাইফ সাপোর্টে আছেন বলে জানা গেছে। এর আগে দায়িত্বরত অবস্থায় মাঝ আকাশে হার্ট অ্যাটাকের শিকার হন তিনি।

প্রসঙ্গত, গত শুক্রবার মাসকাট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইট বিজি ০২২ মোট ১২৪ যাত্রী নিয়ে ঢাকা আসার পথে পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। 

অবতরণের পর নাগপুরের ওই হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়। দুদিন চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে চলে গেলেন ক্যাপ্টেন নওশাদ।

রেজাউল করিম / একটিভ নিউজ